
বিচ্ছেদের মাত্র কয়েক সপ্তাহ পর আবারও সংসারজীবনে ফিরলেন ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার। গত ২১ অক্টোবর তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল, আর সেই অধ্যায় পেরিয়ে তারা পুনরায় বিবাহবন্ধনে যুক্ত হয়েছেন।
মঙ্গলবার ২ ডিসেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন সাবিকুন নাহার। পোস্টে তিনি জানান, আলাদা হওয়ার পর কীভাবে তারা আবার একত্র হলেন এবং কেন পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নিলেন।
সাবিকুন নাহার লিখেছেন, “দুনিয়াটা ক্ষনস্থায়ী। পুরোদস্তুর ধোঁকা, নিখাঁদ এক প্রতারণা। কতদিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায়? অনন্ত পরকালের চুলছেড়া হিসেব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব! সেই সাফল্যের ভিখারী হয়েই আজ কথাগুলো লিখছি। কে কি ভাববে? কে কি বলবে?”
তিনি আরও জানান, সন্তানদের মানসিক অবস্থা তাদের সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাবিকুন নাহার লেখেন, “কি হবে আর কি নাহবে এসবেরও বিন্দুমাত্র পরোয়া নেই। প্রতিনিয়ত আয়িশা তার বাবাকে খোঁজে! বাবা যাবো! বাবা গাড়ি! বাবা কই? শব্দগুলোর ওজন উঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই।”