সাবেক সংসদ ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক


News Defalt/nodbi_20241215_224557869.jpg

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

Your Image

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে ডিবি আটক করেছে। তাকে রাজধানীর উত্তরা থেকে আজ রাতে গ্রেফতার করা হয়।

এর আগে, ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। এই মামলা দায়ের করেন সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০)।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারের পতন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানিয়ে মিছিল করছিলেন। 

এসময় সাবেক সংসদ সদস্য নেজামুদ্দিন নদভী, তার ভাতিজা সেলিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহসহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও রড নিয়ে হামলা চালান। হামলার সময় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ অন্য নেতাকর্মীরা আহত হন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×