ঢাকায় পিস্তলসহ যুবক গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৫ পিএম, ০৮ মার্চ ২০২৫

শনিবার (৮ মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এর আগে এদিন সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ভাটারা থানার সোলমাইদ এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
ভাটারা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভাটারা থানার সোলমাইদ এলাকায় বাপ্পী নামের এক যুবক পিস্তলসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের এক চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় বাপ্পীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার বাপ্পী অপরাধ করার উদ্দেশে পিস্তল নিজের কাছে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।