যৌথ বাহিনীর অভিযানে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আটক


Jan 2025/Feb 2025/f5-8-2503111442.webp

চাঁদাবাজি ও তদবির বাণিজ্যর অভিযোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকির হোসেনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে আটক করে মতিঝিল থানায় হস্থান্তর করে। 

জানা যায়, দেশে রাজনীতির পটপরিবর্তনের পর রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকে গেল জানুয়ারি মাসে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৩০ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি মো. জাকির হোসেন ও মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এর পর থেকেই তিনি রাজনৈতিক সূত্র ধরে আধিপত্য চালিয়ে করে যান তদবির বাণিজ্য ও চাঁদাবাজি। এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারে মতিঝিল এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। এর পর তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

আটকের বিষয়টি স্বীকার করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, যৌথ বাহিনী তাকে আটক করে মতিঝিল থানায় হস্থান্তর করেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের পর্যালোচনা করে মামলা দায়ের করা হবে। 

বিগত আওয়ামীলীগ সরকারের আমলেও সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সিবিএ নেতা মো. হাসান খসরুর বিরুদ্ধে নামে-বেনামে প্রায় শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অভিযান চালায়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×