পল্টনে বহুতল ভবনের আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে


avatar/Fire1_20250503_230210350.webp

রাজধানীর পুরানা পল্টনের ব্যস্ত এলাকায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক। শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে পুরানা পল্টনের ‘সাব্বির টাওয়ার’ নামের একটি এগারো তলা ভবনের শীর্ষ তলায় দেখা যায় আগুনের লেলিহান শিখা। ভবনটি ফারস হোটেলের ঠিক বিপরীতে অবস্থিত।

হঠাৎ আগুন দেখে নিচে নামতে শুরু করেন ভবনের বাসিন্দারা। পাশের রাস্তায় চলাচলরত মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। রেলগাড়ির মতো গর্জে ওঠা আগুনের শব্দ আর কালো ধোঁয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়াবহতা।

সংবাদ পাওয়ার সাত মিনিটের মাথায় রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভয়াবহ আগুনের সূত্রপাত ভবনের টপ ফ্লোর থেকে হলেও তা নিচতলাগুলোতে ছড়িয়ে পড়ার আগেই সফলভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবু ভবনের বাসিন্দারা বলেন, ‘আর পাঁচ মিনিট দেরি হলে কী হতো, ভাবতেই কাঁপছি।’

আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×