ধামরাই থানার দুই পুলিশ সদস্য ক্লোজড


MARCH NAEEM 2ND/dhamrai.jpg

ধামরাই থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের ক্লোজড করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিমান বাহিনীর কর্পোরালকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও মারধরের অভিযোগে শনিবার রাতে তাদের ক্লোজড করা হয়।

ক্লোজড হওয়া দুই পুলিশ সদস্য হলেন, এএসআই মো. সেলিম হোসেন ও মো. শহীদুল ইসলাম। বর্তমানে বিমান বাহিনীর ওই কর্পোরাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ধামরাই থানার এএসআই সেলিম হোসেন ও শহীদুল ইসলাম উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালায়। এ সময় বিমান বাহিনীর ঢাকা সদর দপ্তরে কর্মরত কর্পোরাল জসীম উদ্দিনকে বিনা ওয়ারেন্টে ওই দুই পুলিশ সদস্য গ্রেফতার করেন। এমনকি তাকে মারধর করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর সদর দপ্তরে জানায় জসীমের পরিবার।  প্রতিক্রিয়ায় তারা ফোন দেয় ধামরাই থানায়। কেন বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও মারধর করা হলো সে ব্যাখ্যা জানতে চায়।

এদিকে, জসিমের গ্রেফতারের খবরে ঘটনাস্থলে আসে এলাকাবাসী। তারা ওই পুলিশ সদস্যদের ওপর ক্ষিপ্ত হয়। খবর পেয়ে সেখানে যান কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক অমল রায়। সেখানকার পরিস্থিতি শান্ত করে কর্পোরাল জসীমকে মুক্ত করেন তিনি। পরে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ভুক্তভোগী জসীম উদ্দিন বলেন, ‘তারা আমার বাড়িতে এসে কোনো প্রকার কথাবার্তা ছাড়াই ও বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেফতার করে। এরপর আমার দুহাতে হ্যান্ডকাফ লাগিয়ে লাঠি দিয়ে মারধর করে। বিষয়টি আমার দপ্তরকে অবহিত করেছি। এ ঘটনায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে ঢাকা জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।’

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো.মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে দুই এএসআইকে ঢাকা জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×