পেটেন্ট ও ট্রেডমার্ক অধিদফতরের নতুন ডিজি জাহাঙ্গীর হোসেন


avatar/Ministry_20250505_215021770.jpg

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেনকে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) তাকে এ নিয়োগ দিয়ে শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন আগামী ১৩ মে’র মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ১৩ মে বিকেল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×