কলাবাগান ও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি


avatar/DMP_Lead_20250505_221044221.jpg

চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে কলাবাগান থানার ওসিকে সাময়িকভাবে বরখাস্তের কারণে তার স্থলে এখন থেকে দায়িত্ব পালন করবেন সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিক। 

অন্যদিকে শিল্পাঞ্চল থানায় নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিবির সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেন।

সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিককে কলাবাগান থানার ওসি, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। 

একই আদেশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমানকে ডিবিতে বদলি করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×