
মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি পর্বে আলেম সমাজ যে ভূমিকা রেখে এসেছে, তাকে এড়িয়ে দেশের অগ্রযাত্রা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসায় ইফতা ও হিফজ শেষ করা শিক্ষার্থীদের দস্তারবন্দী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দ্বীনের খেদমত বা সামাজিক ও নৈতিক নেতৃত্বের মতো যেকোনো উদ্যোগে আলেম সমাজকে সঙ্গে নিয়ে এগোতেই চান। তিনি সারাদেশে ক্বেরাত সম্মেলনের আয়োজনের মাধ্যমে সমাজে নৈতিকতা, ঐক্য এবং আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলা এবং তরুণদের কুরআনমুখী করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি হাজারীবাগ এলাকার রাস্তা, পরিবেশ এবং সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।