
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এখন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। তাদের এই অবস্থানের কারণে পরীক্ষার সময়সূচি নিয়ে চরম ভোগান্তি ও উদ্বেগে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালু রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক পরীক্ষা বাধাগ্রস্ত করা যাবে না। কেউ ইচ্ছাকৃতভাবে পরীক্ষা না নিলে বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রাখলে সরকারি চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৩০ নভেম্বর আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেছিল মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়েছিল, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়টিকে ‘যৌক্তিক’ বিবেচনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছিল, এ দাবিগুলো নিয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে। সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করার উদ্যোগ পে-কমিশনে প্রক্রিয়াধীন, এবং কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।