
প্রতিবেশী দুই দেশের উত্তেজনা প্রশমনে নতুন উদ্যোগ হিসেবে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান ও পাকিস্তান। এই আলোচনায় উভয় পক্ষ বর্তমান যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৩ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গত অক্টোবরে কাতার ও তুরস্কে অনুষ্ঠিত বৈঠকের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, এখনো কোনো দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশ।
রয়টার্সকে তিনজন আফগান ও দুইজন পাকিস্তানি কর্মকর্তা জানান, সৌদি আরবের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখার ব্যাপারে একমত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, দেশটির সেনাবাহিনী, আফগান তালেবান সরকারের মুখপাত্র এবং সৌদি সরকার—এদের কেউই রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক আফগান তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সৌদি আরবের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইতিবাচক ফলাফল দেখতে আমরা আরও বৈঠকের জন্য উন্মুক্ত।”
পাকিস্তানি কর্মকর্তারা জানান, আলোচনায় ইসলামাবাদের প্রতিনিধিত্ব করেন সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা।
ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানে অবস্থানরত সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানে হামলা চালায়। এ বিষয়ে বারবার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও তালেবান সরকার তা মানেনি। তবে তালেবান দাবি করে, তাদের ভূখণ্ড পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করা হয় না।