
এক অদ্ভুত দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে—যেখানে সাধারণত মানুষ অবলীলায় কুকুরছানাদের ফেলে দেয়, সেখানে ভারতের নদীয়া জেলায় এক নবজাতক শিশুকে সারারাত কুকুরের দল রক্ষা করেছে।
ঘটনাটি ঘটেছে ভোরের ঠিক আগের নিস্তব্ধ সময়ে রেলওয়ে কর্মীদের কলোনির বাথরুমের বাইরের ঠান্ডা মাটিতে। মাত্র কয়েক ঘণ্টার বয়সী শিশুটির জন্মের রক্ত তখনো শুকায়নি। গায়ে কোনো চাদর বা পরিচয়ের চিহ্ন নেই, এবং আশপাশে মানুষও ছিল না।
স্থানীয়দের চোখে পড়ে, কয়েকটি বেওয়ারিশ কুকুর শিশুটিকে নিখুঁত একটি বৃত্তে ঘিরে দাঁড়িয়ে সারারাত পাহারা দিচ্ছিল। “রাতভর কুকুরগুলো কাউকেই শিশুর কাছে যেতে দেয়নি,” জানিয়েছেন একজন স্থানীয় বাসিন্দা। কেবল ভোরের আলো ফুটতেই কুকুরগুলো সরে যায়।
আরেক বাসিন্দা জানিয়েছেন, প্রথমে তিনি ভেবেছিলেন আশপাশের কোনো বাড়িতে অসুস্থ বাচ্চা রয়েছে। কিন্তু পরে বুঝতে পারেন, শিশুটি মাটিতে পড়ে ছিল এবং চারপাশে কুকুরেরা তার পাহারায় দাঁড়িয়ে ছিল।
এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বহু ব্যবহারকারীর কাছে অবিশ্বাস্য এবং হৃদয়স্পর্শী মনে হয়েছে।