
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করেছেন যে, অবৈধ মাদক পাচারে যুক্ত যে কোনো দেশই মার্কিন হামলার শিকার হতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) হোয়াইট হাউজে মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প কলম্বিয়াকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, “আমাদের দেশে মাদক বিক্রি করছে এমন যে কোনো দেশ হামলার মুখে পড়তে পারে।”
এই অভিযোগের জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেছেন, “তারা প্রতি ৪০ মিনিটে একটি মাদকের ঘাঁটি ধ্বংস করছে, তা ছাড়াও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে না।”
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরের মাদকবাহী নৌযান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে বহু মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ট্রাম্পের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে, যা কলম্বিয়ার উপরও প্রভাব ফেলছে।
ট্রাম্প প্রশাসনের মতে, মাদুরো অবৈধ মাদক সরবরাহের সঙ্গে যুক্ত। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি তিনি ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতও দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, “শুধু ভেনেজুয়েলা নয়, যে কোনো দেশ আমাদের কাছে অবৈধ মাদক পাঠালে তারা স্থল হামলার মুখে পড়তে পারে। আমি শুনেছি কলম্বিয়ায় কোকেন তৈরি হচ্ছে এবং তারা আমাদের কাছে তা বিক্রি করছে।”
কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো ট্রাম্পকে দেশের মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, সার্বভৌমত্বে হস্তক্ষেপ মানেই যুদ্ধ ঘোষণা।
সূত্র: রয়টার্স