
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্ত করার জন্য কিউআর কোড ব্যবস্থার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, ‘ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি। দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি।’
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
নির্বাচন প্রক্রিয়ার গুণগত মান উন্নয়নের গুরুত্ব নিয়ে তিনি বলেন, ‘আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন। দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভাল নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’
সানাউল্লাহ আরও জানান, এক ভোটার গড়ে ভোট দিতে আনুমানিক ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর সুযোগ নেই। বিষয়টি নিয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কর্মশালায় ইটিআই মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান সভাপতিত্ব করেন এবং ইসি সচিব আখতার আহমেদ বক্তব্য রাখেন।