
রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হত্যাচেষ্টার মামলায় দুই আসামির জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত বাদীপক্ষের আবেদন শুনে এই সিদ্ধান্ত দেন। মামলাটি বাড্ডা থানায় দায়ের করা হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা জানান, জামিনে থাকা আসামিরা মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছেন। আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় হিরো আলম নিজেই আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আফতাবনগর মেইন রোডে হিরো আলম হাঁটছিলেন, তখন চারজন পরিচিত এবং ছয়জন অজ্ঞাত আসামি তিনটি মোটরসাইকেল নিয়ে তার পথরোধ করেন। পরে তাকে জোরপূর্বক পাশের কাশবনে নিয়ে গিয়ে কাঠের লাঠি এবং ধারালো স্কেল দিয়ে আঘাত করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ম্যাক্স ওভি তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। আসামিরা ঘটনাস্থল ত্যাগ করার সময় হুমকিও দেন। পরে স্থানীয়দের সহায়তায় হিরো আলম হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর ৫ অক্টোবর হিরো আলম বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।