
ঢালিউড তারকা আরিফিন শুভ সম্প্রতি ঐশীর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দেন। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে তুমুল চর্চা শুরু হয়েছে।
গতকাল থেকে ফেসবুক-ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে শুভ ও ঐশীর একটি ‘অন্তরঙ্গ’ ভিডিও ক্লিপ। এতে দেখা যায়, নদীর তীরে কাশবনের ভেতর দাঁড়িয়ে ঐশীকে চুম্বন করছেন আরিফিন শুভ। মুহূর্তটুকু ইতোমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে।
তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি কোনো ব্যক্তিগত মুহূর্ত নয়, এটি আসলে ‘নূর’ সিনেমার একটি গানের দৃশ্য। ছবিটির কোনো গান এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও অজ্ঞাত কেউ গানের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, এরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
রায়হান রাফী পরিচালিত ‘নূর’- এর মুক্তি নিয়ে নতুন তথ্যও মিলেছে। ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে নির্মাতারা এখনো চূড়ান্ত ঘোষণা দেননি।
অন্যদিকে, আরিফিন শুভ ব্যস্ত সময় পার করছেন তার নতুন সিনেমার শুটিংয়ে। নাম এখনো নির্ধারিত হয়নি, তবে এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন।