
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন সময়ে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর নিজের ফেসবুক পেজে একটি আবেগভরা বার্তা দিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
পোস্টে আসিফ লেখেন, এই দেশে ফ্যাসিবাদের বীজ রোপিত হয়েছিল একদলীয় বাকশালতন্ত্রের সময়। তাঁর ভাষায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় নতুন দিশা দেখান। তিনি আরও উল্লেখ করেন, সেই সিদ্ধান্তের কারণেই ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসনের সুযোগ পেয়েছিল। আসিফ স্মরণ করেন, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়ার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর এক পলাতক ফ্যাসিস্ট নেত্রী বলেছিলেন, “আই অ্যাম নট আনহ্যাপি।”
খালেদা জিয়াকে দেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করে আসিফ লেখেন, তিনি কখনো ভয়-জুলুম বা নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাননি। আজ এই আপসহীন নেত্রী জীবনসংকটের মুখে, আর সারাদেশের মানুষ আন্তরিকভাবে তার আরোগ্য কামনা করছে। কিন্তু এমন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলছে কেন তারেক রহমান মায়ের পাশে নেই, যা নিয়ে আবেগপ্রবণ অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।
তারেক রহমানকে বাংলাদেশের ইতিহাসে “সবচেয়ে নির্যাতিত রাজনীতিক” হিসেবে উল্লেখ করে আসিফ মনে করিয়ে দেন, ১/১১ সময় তিনি দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের নির্মম অত্যাচারের শিকার হয়েছিলেন। তার ভাষায়, এখনো ফ্যাসিস্টরা আবারো সেই “নট আনহ্যাপি” কথাটি শোনার আশায় নানা প্রচারণা চালাচ্ছে।
তিনি আরও লিখেন, শহীদ জিয়া পরিবারের দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। নিরাপত্তাজনিত ও ভূরাজনৈতিক পরিস্থিতি অনুকূল হলেই তারেক রহমান দেশে ফিরবেন। তাকে নতুন রাজনৈতিক খেলায় বলি হতে দেওয়া ঠিক হবে না, কারণ এতে রাষ্ট্র অস্থিতিশীল হয়ে পড়তে পারে।
খালেদা জিয়াকে “আপসহীন লড়াকু জননেত্রী” আখ্যা দিয়ে আসিফ যুক্ত করেন, আজ পুরো দেশ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। কিছু রাজনৈতিক কুমির ছাড়া সবাই বেগম জিয়ার জন্য চোখের পানি ফেলে দোয়া করছে। তিনি সতর্ক করে বলেন, অযথা আবেগে ভেসে পরিস্থিতি ঘোলা করে কারও স্বার্থসিদ্ধির সুযোগ করে দেওয়া ঠিক হবে না।