
থাইল্যান্ড বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এই উদ্দেশ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, "আমরা আশা করি, দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করতে পারব।"
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিশ্চিত করেন যে, থাইল্যান্ডে পাঠানো কর্মীরা নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিতভাবে পৌঁছানো হবে। তিনি আরও জানান, শ্রম অভিবাসন প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন এবং দেশে চলমান শ্রমিক ঘাটতির সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেছেন।
অন্যদিকে, রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ বিভিন্ন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এখন পর্যন্ত আলোচনার বিবরণ মন্ত্রীকে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থাইল্যান্ডের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান গন্তব্য দেশগুলোর অনুশীলন অনুসরণে আগ্রহী।