
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও কর্মসূচিকে কেন্দ্র করে জিয়া উদ্যান, সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পর্যাপ্ত সদস্য।
শুক্রবার ২৬ ডিসেম্বর এসব এলাকায় বিজিবির টহল ও অবস্থান চোখে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতি হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে তারেক রহমানের। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে।
বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের আওতায় বুলেটপ্রুফ বাসে করে তাকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে নেওয়া হয়। এই যাত্রাপথে সড়কের দুই পাশে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কেউ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা নেতাকে এক নজর দেখতে, আবার কেউ ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে ভিড় করেন। ফলে বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো পথজুড়ে সৃষ্টি হয় জনসমাগমের দৃশ্য।