
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। চ্যানেল ২৪-কে তিনি টেলিফোনে বলেন, “ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করা যেতে পারে।”
তবে ভোটার হওয়ার জন্য তারেক রহমান শনিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে উপস্থিত হবেন কিনা, তা ইসি মাছউদ নিশ্চিত করতে পারেননি।
এদিকে, এ্যাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনার পরই তারেক রহমান হাসপাতালে গিয়ে মা ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান। শুক্রবার বাদ জুমা তিনি ঢাকার শেরে-বাংলা নগরে অবস্থিত বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে তার স্বাগত জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পরে ভিআইপি লাউঞ্জে বসে তিনি মুঠোফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলসহ বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে পৌঁছান। পথে রাস্তার দুই ধারে নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার এই মুহূর্ত দেখার জন্য উপস্থিত ছিলেন, কেউবা প্রত্যাবর্তনের স্মরণীয় দিনের অংশ হতে আসেন। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো পথ দর্শনার্থী ও সমর্থকদের ঢলে ভরে ওঠে।