এনসিপিতে যোগ দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই: আসিফ মাহমুদ


April 2025/Asif Chinmoy.jpg
আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি। যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে, সেখানে যোগ দিতে পারি।’

শনিবার (২৬ এপ্রিল) আসিফ মাহমুদ এ কথা বলেছেন বলে তার ফেসবুকে পেজের অ্যাডমিন পোস্ট দিয়ে জানিয়েছেন।

আসিফ মাহমুদ আরো বলেন, ‘ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।’

নির্বাচন সামনে রেখে উপদেষ্টার পদ থেকে এই মুহূর্তে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। তবে রাজনৈতিক দলে যোগ দিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাদেও অন্য দলে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানান তিনি নিজেই। 

এদিকে, শনিবার বিকেলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবো। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হবো, তা নির্ধারণের সময় এখনো আসেনি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘উপদেষ্টার পদ থেকে এই মুহূর্তে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। এছাড়া এটা ধরে নেয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হবো। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবো, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেবো।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×