নারী সংস্কার কমিশনের প্রতিটি সুপারিশ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক: ফয়জুল করিম


April 2025/Fayjul Karin Islami Andolan.jpg

নারী সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। তাই নারী সংস্কার কমিশন বাতিল করে কমিশনের সদস্যদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ভারতের ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত গণমিছিলে অংশ নিয়ে ফয়জুল করিম এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘নারী সংস্কার কমিশনের প্রতিটি সুপারিশ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার মাধ্যমে ইউনূস সরকারকে হটানোর পরিকল্পনা চলছে। অচিরেই নারী সংস্কার কমিশন বাতিল করে সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে।’
 
নির্বাচন ইস্যুতে মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘আগে প্রয়োজনীয় সব সংস্কার শেষ করতে হবে, পরে নির্বাচন দিতে হবে। জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।’
 
এ সময় ওয়াকফ আইন সংস্কারের নামে নরেন্দ্র মোদি সরকার ভারতের মুসলমানদের সম্পত্তি দখলের পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন ফয়জুল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মকবুল হোসাইন, মুফতি দিলাওয়ার হোসাইন সাকী, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, এডভোকেট হানিফ মিয়া, মুনতাসির আহমাদ, ইঞ্জিনিয়ার মোরাদ হোসেন, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, শাহাদাত হোসাইন প্রধানিয়া, হাম্মাদ বিন মোশাররফ, মুহাম্মদ আবু বকর সিদ্দিক, আরিয়ান মুহাম্মদ ইমন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×