
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিগত বারের মতো এবারও তার সফরসঙ্গীর মধ্যে আছেন দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম। বহু বছর ধরে তিনি খালেদা জিয়ার সঙ্গে আছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, লন্ডন সফরে খালেদা জিয়ার সঙ্গে দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রুপা সিকদার থাকবেন।
ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হতে পারে।সফরে মোট ১৪ জন তার সঙ্গে থাকবেন, যার মধ্যে ৬ জন চিকিৎসক রয়েছেন।
ফাতেমা বেগম ২০১০ সাল থেকে খালেদা জিয়ার ছায়াসঙ্গীর দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে তিনি স্বেচ্ছায় কারাগারেও খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার সময়ও ফাতেমা বেগম সবসময় তার পাশে থাকেন।
এর আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছিল, তখনও পতাকা হাতে তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফাতেমা। ফাতেমার গ্রামের বাড়ি ভোলায়। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গেলে তখনও ফাতেমা বেগম তার সঙ্গে ছিলেন।
লন্ডন সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন- পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী) ও রুপা শিকদার (গৃহকর্মী)।