
নিপীড়ন ও অবিচারের বোঝা বইতে বইতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ৫ আগস্ট জুমার নামাজের পর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাজীবন লড়াই করেছেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার তার প্রতি এমন আচরণ করেছে যা কোনোভাবেই ন্যায়সংগত ছিল না। ফখরুল বলেন, দীর্ঘ ছয় বছর কারাবন্দি থাকার পাশাপাশি তিনি দুই বছর ছিলেন নির্জন কারাগারে। সেখান থেকেই তার বর্তমান জটিল শারীরিক অবস্থার সূচনা বলে সবাই মনে করেন।
তিনি জানান, খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডে নেওয়া প্রয়োজন বলেই চিকিৎসকেরা সিদ্ধান্ত দিয়েছেন।
বিদেশে নেওয়ার প্রস্তুতি প্রসঙ্গে ফখরুল বলেন, চিকিৎসকেরা সম্ভাব্য সব চেষ্টা করছেন এবং আশা করা হচ্ছে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে পরশু ৭ ডিসেম্বর তাকে ইংল্যান্ডে স্থানান্তর করা হতে পারে। তবে এখনো তার শারীরিক অবস্থা সংকটজনক। তিনি বলেন, খালেদা জিয়া উড়োজাহাজে যাত্রা করতে পারবেন কি না, তা নিশ্চিত করবেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।