
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার সারাদেশে ব্যাপকভাবে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকা দলীয় নেত্রীকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন স্থানে প্রার্থনার আয়োজন হয়।
জুমার নামাজ শেষে দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য শীর্ষ নেতারা।
দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময়ই তার অসুস্থতার সূত্রপাত, চিকিৎসার অভাবে তিনি আজ মারাত্মকভাবে অসুস্থ।” তিনি আরও জানান, কাতার থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং চিকিৎসকদের অনুমতি মিললে রোববারই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।
রাজধানীর বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই দোয়ায় অংশ নেন। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে দলীয় নেত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান জানানো হয়।