
ভারতের রাজধানী দিল্লির জাতীয় প্রেস ক্লাবে এক বিশেষ সংবাদ সম্মেলন করবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র নেতা ও বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তার সঙ্গে থাকবেন আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার নিঝুম মজুমদার।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় একটি পিআর সংস্থার মাধ্যমে দিল্লির সাংবাদিকদের পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের ‘রাজনৈতিক অস্থিরতা’ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ওএএইচসিএইচআর) রিপোর্টের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেই এই সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছে।
যদি শেষ মুহূর্তে কোনও বাধা না পড়ে, এটি হবে গত দেড় বছরের মধ্যে ভারতের রাজধানীতে আওয়ামী লীগের কোনও সিনিয়র নেতার প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন। ২০২৪ সালের আগস্টের পর থেকে শুধু দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা নয়, দলের ছোট-বড় অসংখ্য নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। তবে এই সময় পর্যন্ত কোনওকেই ‘হোস্ট কান্ট্রি’ হিসেবে ভারতের মাটিতে প্রকাশ্যভাবে সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়া হয়নি।
গত বছরও দিল্লির জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে কিছু নেতার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি তোলায় সেটি বাতিল করতে হয়েছে। তখন অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, এই নেতারা পর্যটক বা বাণিজ্যিক ভিসায় ভারতে অবস্থান করছেন, তাই প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব নয়।
তবে হাছান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। বর্তমানে তিনি ইউরোপের বেলজিয়ামে অবস্থান করছেন এবং বিভিন্ন দেশে সফরের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এজন্য ধারণা করা হচ্ছে, ভারতে সরাসরি কোনও দায় না থাকায় তাকে দিল্লির প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে। নিঝুম মজুমদারও লন্ডন-প্রবাসী হওয়ায় একই নিয়ম প্রযোজ্য।
শেখ হাসিনা অংশগ্রহণ করছেন না এবং ভারতে থাকা অন্য সিনিয়র নেতাদের—যেমন আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক বা বাহাউদ্দিন নাসিম—কেউ আজকের বৈঠকে উপস্থিত থাকছেন না বলে জানা গেছে।