
নির্বাচনকে ঘিরে তৎপরতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, জামায়াতের কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করছেন।
রোববার (১৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। পোস্টাল ব্যালট যেভাবে করা হয়েছে তা সঠিক নয়। কোনো একটা দলকে ব্যালট পেপারে সুবিধা দেওয়া হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা অনেক বিষয়ে ইসির সামনে প্রতিবাদ করেছি। নির্বাচন প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। এ কারণেই আমাদের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন।”
মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, “কিছু কর্মকর্তা নির্দিষ্ট একটি দলের পক্ষে কাজ করছেন, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রভাবিত করছে।”