
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও নিশ্চিত হয়নি।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে আলোচনা করেছেন বলে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল।
তবে বিসিবি পরিচালক আমজাদ হোসেন এই তথ্য অস্বীকার করেছেন। বৈঠকে কোনো নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়নি বলে তিনি জানিয়েছেন।
আজ সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি আমাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বিকল্প ভেন্যুর বিষয়টি আমরা উপস্থাপন করি এবং এ নিয়ে বিস্তর আলোচনা হয়।”
তিনি আরও জানান, “আইসিসি প্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন, তারা বিষয়গুলো আইসিসিকে জানিয়ে আমাদের পরে সিদ্ধান্ত জানাবে। কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমা তখন বলা হয়নি। শুধু জানিয়েছে যে, পরবর্তী সময়ে আমরা জানব।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পরিস্থিতি অনুসরণ করছে এবং আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।