
যুক্তরাষ্ট্রের কড়াকড়ি অভিবাসন নীতির আওতায় ফের চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৯ জন বাংলাদেশি। শনিবার সকালে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথমে এই দফায় ৬০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা থাকলেও, বিশেষ শাখা (এসবি) সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত ৩৯ জনকে পাঠানো হয়েছে। সূত্রটি জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় প্রণীত অভিবাসন নীতির ভিত্তিতে তাদের ফেরত পাঠানো হয়েছে। এর আগেও একই প্রক্রিয়ায় ১১৮ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছিল।
ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা শুক্রবার রাতে জানান, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত যেসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। কাউকে হাতকড়া পরানো হয়নি। ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং সে অনুরোধে সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারও একই ধরনের আচরণ নিশ্চিত করা হয়েছে।”
অভিবাসন সংক্রান্ত কার্যক্রম যুক্তরাষ্ট্রের তিনটি সরকারি দপ্তর তদারকি করে থাকে: অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন, এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর, ওই বছরের ২৯ জানুয়ারি একটি নির্বাহী আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। ভারত ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনায় সে সময় মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানায়।