
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। এ উদ্যোগের আওতায় তথ্যদাতা ও উদ্ধারকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে লুণ্ঠিত বিভিন্ন অস্ত্র উদ্ধারে আর্থিক পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে পিস্তল বা শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলে এক লাখ টাকা, এসএমজি উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
এছাড়া যেসব ব্যক্তি এ সংক্রান্ত তথ্য বা সন্ধান দেবেন, তাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়েছে।