
নতুন সীমান্ত সংঘাতের পর পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তালেবান সরকারের অনুরোধে উভয় দেশ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। এটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এক্সে (আগের টুইটার) পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ লিখেছেন, তালেবান সেনাদের অস্ত্রবিরতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, অস্ত্রবিরতির সময় উভয় পক্ষ ইতিবাচক সমাধান বের করার চেষ্টা করবে।
সকালে সীমান্তে সংঘর্ষে কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তালেবানরা দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের দুটি বড় চৌকিতে হামলা চালায়। প্রতিহতের সময় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক এলাকায় অন্তত ২০ তালেবান যোদ্ধা নিহত হয়।
পাকিস্তানি সেনারা অভিযোগ করেছেন, তালেবানরা সীমান্তবর্তী গ্রামগুলো লক্ষ্য করে হামলা চালায় এবং বেসামরিক নাগরিকের নিরাপত্তা উপেক্ষা করে। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, স্পিন বোলডাকের কাছে সংঘর্ষে ১৫ বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এছাড়া দুই থেকে তিন তালেবান যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে, যার ফলে ১০০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তিনি বলেন, পাকিস্তানি সেনারা নিহত ও সীমান্ত চৌকি দখলের পর পরিস্থিতি শান্ত হয়েছে। তবে পাকিস্তানি সেনাবাহিনী এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে।