
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করবে। মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে মৌলিক কথাগুলো বলতে পারবে। তাছাড়া, নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।
আমীর খসরু আরও বলেন, আগে অর্থনীতি ছিল কিছু সীমিত মানুষের হাতে, যা পরিবর্তন করতে হবে। অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন খাতকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দিতে হবে। এতে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।