
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভিশন ও দূরদৃষ্টি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, পুরনো গঠনতান্ত্রিক রাজনীতি আর চলবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালেই ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে এসব মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, “রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন অত্যন্ত জরুরি। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। যদি আমরা তা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে দেশের জন্য কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে শুধুমাত্র গঠনতান্ত্রিক রাজনীতি আর চলে না। জনগণকে নতুন ধারণা ও প্রেরণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মকে। দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন ঘটছে, তা উপলব্ধি ও গ্রহণ করতে হবে। ব্যর্থ হলে ভবিষ্যতের রাজনীতি টিকবে না।”
আমীর খসরু গণতান্ত্রিক আদর্শের প্রসঙ্গ টেনে বলেন, দেশের খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে। যাতে প্রতিটি নাগরিক খেলাধুলায় অংশ নিতে পারে। তিনি বলেন, “আমরা রাজনীতিকে গণতান্ত্রিক করতে চাই। একইভাবে অর্থনীতি ও খেলাধুলা-ও গণতান্ত্রিক করা হবে। এতে দেশের প্রতিটি মানুষ উন্নয়ন ও সুযোগের সমান অংশ পাবে।”
তিনি উল্লেখ করেন, দলের স্থায়ী কমিটির সভাপতি তারেক রহমান ও তার পরিবারের খেলাধুলার প্রতি আগ্রহ সবার জানা। ইতিমধ্যেই সুইমিং, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আগামী দিনে দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপন করা হবে, যেখানে যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সবাই অংশ নিতে পারবে।
আমীর খসরু আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়া অঙ্গনে বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।