
সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভেসে যাওয়ার ঘটনায় টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে আটকে পড়া ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এম ভি মায়ের দোয়া নামের বোটটি টেকনাফের কায়ুকখাল থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার সময় বোটটি শাহপরীর দ্বীপসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হয়। ফলে ইঞ্জিন বন্ধ হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।
এই অবস্থায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল ভাসমান বোটটি চিহ্নিত করে দ্রুত এগিয়ে যায় এবং বিকল বোটসহ সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
তিনি আরও বলেন, উদ্ধারের পর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।