
ইসরায়েলি বাহিনী গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তান।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, মুশতাক আহমেদ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন। এই বহরে মানবিক সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা করেছিলেন বিভিন্ন দেশের শতাধিক কর্মী।
ফ্লোটিলার আয়োজকদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলি নৌবাহিনী অন্তত ১৩টি জাহাজ থামিয়ে দিয়েছে। তবে আরও প্রায় ৩০টি নৌযান তখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছিল।
এদিকে আল জাজিরা জানায়, বহরের একটি জাহাজ ইতোমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে। সেটি ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরও ২৩টি জাহাজ শিগগিরই গাজার উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকিং সিস্টেমে দেখা গেছে, মিকেনো নামের একটি জাহাজ বর্তমানে গাজার নিকটে অবস্থান করছে। তবে সেটি আটক হয়েছে কি না, তা পরিষ্কার নয়। বর্তমানে ২৪টি জাহাজ গাজার পথে রয়েছে এবং ইসরায়েলি নৌসেনারা সেগুলো থামানোর চেষ্টা চালাচ্ছে।
বুধবার (১ অক্টোবর) গভীর রাতে গাজা অভিমুখী বহরটি ইসরায়েলি বাধার মুখে পড়ে। বহরের কয়েকটি নৌযান ঘিরে ধরে ইসরায়েলি সেনারা উঠে পড়ে এবং জাহাজগুলোর লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়। পরে মানবাধিকারকর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটকদের মধ্যে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের একটি নৌবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।