
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে। কারখানা পরিদর্শনের পর তিনি চীনে বেইজিংয়ের বড় সামরিক কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছেন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, রবিবার কিম একটি অস্ত্র উৎপাদন কেন্দ্রে যান এবং বলেন, “দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে।” তিনি আরও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য তিনটি নতুন দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুমোদন করেন।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ও হাজার হাজার সেনা পাঠিয়েছে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা উত্তর কোরিয়ার সবচেয়ে বড় কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন। কিমের এই কারখানা পরিদর্শন বেইজিং সফরের আগে করা হলো। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য নেতাদের সঙ্গে অংশ নেবেন সামরিক কুচকাওয়াজে।
ক্যুংনাম বিশ্ববিদ্যালয়ের ফার ইস্টার্ন স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক লিম উল-চুল এএফপিকে বলেন, “ক্ষেপণাস্ত্র উৎপাদনে অগ্রগতির কথা জোর দিয়ে তুলে ধরে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করতে চাইছে। পাশাপাশি তারা তাদের পাঁচ বছরের ক্ষেপণাস্ত্র উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সঠিক পথে রয়েছে তা দেখাতে চাইছে।”
বেইজিংয়ে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি স্মরণে আয়োজন করা হয়েছে। এটি কিম জং উনের জন্য প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।