
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পারমাণবিক সক্ষমতা বাড়ানো প্রয়োজনীয় বলে মন্তব্য করে সব ধরনের সম্পদকে দেশের পারমাণবিক কর্মসূচিতে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার কিম জং উন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করাই এখন দেশের জন্য ‘মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকারের’ বিষয়।
বৈঠকে কিম জং উন আরও যোগ করেন, "আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল-তলোয়ারকে ক্রমাগত শক্তিশালী ও নবায়ন করতে হবে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে পারবে।"
উত্তর কোরিয়া কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে এবং গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণেরও চেষ্টা চলছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি বলেছেন, এসব কার্যক্রমের ফলে তারা বছরে ২০টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে।
কয়েক দিন আগে সিউল জানিয়েছে যে পিয়ংইয়ংয়ের নিকটবর্তী এলাকায় প্রায় ২ হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘোষণার পর কিম জং উন দেশের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী চুং ডং-ইয়ং বৃহস্পতিবার জানিয়েছেন, মাত্র ১০ থেকে ১২ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তিনি বলেন, "এমনকি এই মুহূর্তেও উত্তর কোরিয়ার চারটি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চালু রয়েছে এবং সম্ভবত পারমাণবিক উপাদান জমা করছে।"