
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের দায়িত্ব পালন শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ তথ্য জানান।
সংসদ নির্বাচনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জুলাই সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্যে আসা গেলে এবং ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক সফল হলে আমরা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আরও অগ্রসর হতে পারবো।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও সরকারের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি। তবে নির্বাচনের অনুপস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। জন্মনিবন্ধন, এনআইডি কার্ডসহ জরুরি কার্যক্রম ব্যাহত হচ্ছে। জনদুর্ভোগ কমাতে স্থানীয় নির্বাচন করা অত্যন্ত জরুরি।
রংপুরে উন্নয়ন বৈষম্য ও অর্থ বরাদ্দ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, “আমরা দেশের সব অঞ্চলে বাজেটে অর্থ বরাদ্দে বৈষম্য দূর করার চেষ্টা করছি। আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। তবে সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবু আমরা যথাসাধ্য কাজ করছি।
এর আগে গাইবান্ধা সফর শেষে সরাসরি রংপুর নগরীর পার্ক মোড়ের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী ও রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল তাকে স্বাগত জানান। উপদেষ্টা শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শহীদ আবু সাঈদের সহযোদ্ধা ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।