
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তিনি এই তথ্য মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, “আমি যতদূর জানি, নূরজাহান আপা ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা আজকের দিন পর্যন্ত সিঙ্গাপুরে হচ্ছে না, অনেকদিন আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন। এটি একটি মানবিক বিষয়।”
চিকিৎসার ধারাবাহিকতার গুরুত্বের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হন, চিকিৎসার জন্য হাসপাতাল বারবার পরিবর্তন করা উচিত নয়। এটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসা বদলালে জটিলতা বাড়ে, যা সকলেই জানেন।”
উপদেষ্টা আশা প্রকাশ করেন, দেশের নীতিনির্ধারকরা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে উন্নত করবেন, যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা দেশেই পাওয়া যায়। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অনেক উদ্যোগ নিয়েছে। আগে আমরা চিকিৎসার ক্ষেত্রে অন্য দেশের ওপর নির্ভরশীল ছিলাম। চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি এসেছে। এগুলো বাস্তবায়িত হলে আমরা স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হব।”
উল্লেখ্য, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গতকাল সোমবার দিবাগত মধ্যরাতের ফ্লাইটে সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসার জন্য। তিনি ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফেরার কথা রয়েছে।