
ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার কোন সুযোগ নেই উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনাকে দুঃখজনক বলে তিনি জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া, সংসদের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে আবারও মত দিয়েছেন এই উপদেষ্টা।
বুধবার সকালে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের’ সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে আসিফ মাহমুদ জানান, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। তিনি বলেন, আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগে তাদের বিচার করতে হবে।
এ সময় কুয়েটের হামলা দুঃখজনক বলে মন্তব্য করে তিনি বলেন, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা উন্নতি হচ্ছে এবং ছিনতাই কমেছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায়। জুলাইয়ের তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে।