
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
তিনি জানান, ২৪ জুলাইয়ের পরীক্ষা পরবর্তীতে অনুষ্ঠিত হবে এবং নতুন তারিখ নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষণা দেওয়া হবে।
এদিকে, কলেজ ক্যাম্পাসে চলমান ছাত্র বিক্ষোভে উত্থাপিত ছয় দফা দাবিকে “যুক্তিসঙ্গত” বলে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের প্রতিটি দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এর আগে সোমবার মধ্যরাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল এবং এখন ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অন্তত ১৭০ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।