
কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্ট এলাকা অবস্থিত একটি এয়ার ফ্রেশনার ও রাসায়নিক কারখানায় সোমবার দুপুরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। এতে ১৮ বছর বয়সী এক কর্মী সাব্বির নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বেলা পৌনে ২টার দিকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে কারখানায় কাজ চলাকালীন হঠাৎ একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ響 হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা সাব্বির তৎক্ষণাৎ নিহত হন। তার মরদেহ বর্তমানে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ বিস্ফোরণ ঘটে এয়ার ফ্রেশনার তৈরির রাসায়নিক উপাদান থেকে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, এবং কারখানা এলাকায় উদ্ধার কার্যক্রম চলছে।