
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আব্বাস আলী সরকার (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আব্বাস গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক। তার স্ত্রী রহিমা বেগম জানান, বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে সদর এলাকার চৌরঙ্গী লঞ্চঘাটের (কোর্টের সামনের রাস্তা) পাশ দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন তার স্বামী।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে গভীর রাতে (বুধবার দিবাগত রাত ২টা) তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, আব্বাসের বাম পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে এবং বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর রুমে চিকিৎসাধীন।
এ ঘটনার বিষয়ে এখনও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।