
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতির কারণে আরোপিত কারফিউয়ের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।
জেলা প্রশাসন এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। এরপর দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য শিথিল করা হয়। পরে দুপুর ২টার পর ফের কারফিউ কার্যকর করা হয়, যার সময়সীমা আজ সন্ধ্যা থেকে আরও ১২ ঘণ্টার জন্য বৃদ্ধি করা হলো।
এর আগে বুধবার (১৬ জুলাই) এনসিপির একটি সমাবেশ শেষে দলের নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ওই ঘটনার পর পরই জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে প্রথমে ২২ ঘণ্টার জন্য কারফিউ আরোপ করে। এরপর থেকে পরপর কয়েক দফায় কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে।