
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গোতে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা ৫ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর ফটকে রফতানি কার্গোর নিরাপত্তা তল্লাশি চলাকালীন ডাক বিভাগের মাধ্যমে পাঠানো মালামালের মধ্যে কমলা রঙের চার হাজার পিস ইয়াবা ধরা পড়ে। এই মালামাল ফ্রান্সের পেরিস শহরে রফতানি করার জন্য ডাক বিভাগে বুক করা হয়েছিল।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
বেবিচক জানায়, স্ক্রিনারের সতর্কতা, দায়িত্ববোধ এবং নিখুঁত তল্লাশির কারণে চোরাচালানের এই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনার মাধ্যমে বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে।