
ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন জেলার মাজাপাহিত গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। চাষের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া এক ৬৩ বছর বয়সী কৃষকের মৃতদেহ তিন দিন পর পাওয়া গেছে ২৬ ফুট লম্বা একটি অজগরের পেট থেকে।
স্থানীয় গণমাধ্যম এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে জানা যায়, গত শুক্রবার সকালে নিজ খেতের দিকে রওনা হয়েছিলেন ওই কৃষক। তবে সেদিন রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শনিবার তাঁর পরিবার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে গ্রামের কিছু বাসিন্দা মাঠের পাশে একটি অস্বাভাবিকভাবে ফুলে থাকা অজগর দেখতে পান। সাপটি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে ছিল এবং চলাফেরা করছিল না। গ্রামবাসীদের সন্দেহ হয়, পরে তাঁরা সাপটিকে মেরে পেট চিরে ভেতর থেকে সেই নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেন। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দক্ষিণ বুটন শাখার প্রধান লাওদে রিসাওয়াল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার করা মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ধরনের ভয়াবহ ঘটনা ওই গ্রামে এবারই প্রথম ঘটল বলে তিনি উল্লেখ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের গ্রাম ও বনাঞ্চলে প্রায়ই বড় আকৃতির অজগরের দেখা মেলে। সাধারণত এদের খাবারের তালিকায় থাকে হরিণ, বন্য শূকর কিংবা গবাদি পশু। তবে মানুষের উপর এভাবে আক্রমণ ও গিলে ফেলার ঘটনা খুবই বিরল।
এর আগে ২০১৭ সালে পূর্ব সুলাওয়াসির সালুবিরো গ্রামে ২৫ বছর বয়সী আকবর নামের এক যুবককে গিলে ফেলে ২৩ ফুট লম্বা একটি অজগর। সেবারও মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সাপের পেট চিরে।
সূত্র: এনডিটিভি অনলাইন
ঢাকাওয়াচ/এমএস