
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গেলে ঘটে এই দুর্ঘটনা, যা আবারও পাহাড়ি সড়কে যান চলাচলের ঝুঁকির বিষয়টি সামনে আনলো।
শুক্রবার ১৭ অক্টোবর সকাল ১১টা ১৫ মিনিটের দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সাপমারা এলাকায় বাসটি উল্টে যায়। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক এবং অনিল চাকমা।
আহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) এবং মনি চাকমা (১৮)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তারা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছানোর পর পুলিশের একটি চেকপোস্ট অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসটির যাত্রীরা গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধার অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও বাসের নিচে আরও মরদেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়দের সহায়তায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। উদ্ধার কার্যক্রম চলমান আছে। পরে বিস্তারিত জানানো হবে।’