
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের সশস্ত্র হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন, আর মেজরসহ ১৩ জন সেনাসদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য ও গুইমারা থানার ওসিও আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রণালয় গুণ্ডাগিরি ও সন্ত্রাসবাদের এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং শীঘ্রই তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কোনও অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।" পাশাপাশি মন্ত্রণালয় সবাইকে শান্ত থাকার জন্য ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নজর রাখা হচ্ছে এবং দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।