
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আবদুস সাত্তারের অভিযোগের বিরুদ্ধে সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ শনিবার (৯ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে এসব অভিযোগকে ভিত্তিহীন এবং অপ্রমাণিত বলে উল্লেখ করে সরকার পক্ষ থেকে তা পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে।
বিবৃতিতে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলোতে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে যেভাবে অবৈধ ও অসত্য অভিযোগ তোলা হয়েছে, তা প্রশাসনের নজরে এসেছে এবং সরকার এগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।" তিনি আরও উল্লেখ করেন, কোনো প্রমাণ ছাড়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম না করে অভিযোগ করা একটি গুরুতর দায়িত্বহীনতা এবং জনমতের প্রতি অবিশ্বাস সৃষ্টির চেষ্টা।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, "প্রশাসন স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার নীতিতে অটল রয়েছে।" মন্ত্রিপরিষদ সচিব দাবী করেছেন, যদি আবদুস সাত্তারের হাতে কোনো বিশ্বাসযোগ্য অসদাচরণের প্রমাণ থাকে, তবে তিনি তা যথাযথ তদন্তকারী ও আইনি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার আহ্বান জানানো হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, জনপরিসরে আলোচনাগুলো যেন কেবল অনুমানের ভিত্তিতে না হয়, বরং তথ্যভিত্তিক ও প্রমাণসম্মত হয়।
উল্লেখ্য, সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার গত কয়েকদিনে অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদলির ক্ষেত্রে এসব উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া কোনো কাজ হয় না।