
জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লীগের অপরাধীদের বিচার দৃশ্যমান করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এসব সংস্কার ও বিচার কার্যকর হওয়ার আগেই নির্বাচন আয়োজন করলে জনগণ তা মেনে নেবে না।
শুক্রবার (২৯ আগস্ট) খুলনার ডুমুরিয়া ও ফুলতলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, ইসলামী দল রাষ্ট্রক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণ নিশ্চিত হয়। নতুন বাংলাদেশ গড়তে তাই দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এতদিন মন্দিরে হামলা, বাড়ি দখল, চাঁদাবাজি করেছে অন্য দলের লোকেরা। আমাদের কর্মীরা বরং পূজায় মন্দির পাহারা দিয়ে সাহস যুগিয়েছে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করছে।হিন্দুদের বন্ধু সেজে যারা তাদের সম্পদ দখল করেছে, জুলুম করেছে, তারাই ইসলামী দলের ওপর দায় চাপাতে চায়। অথচ হিন্দু সম্প্রদায়ের মানুষই সাক্ষ্য দিচ্ছে যে কোনো ইসলামী দল তাদের ওপর নির্যাতন চালায়নি।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সামনে ব্যালটের লড়াই আসছে। এতদিন দলীয় সরকারের অধীনে ভোটে সঠিক রায় হয়নি, আগেই ভোট দিয়ে দেওয়া হতো। এবার আশা করছি জনগণ ভোট দিতে পারবে।
এদিন আমভিটা, থুকড়া, শোলগাতিয়া ও হাসানপুরে আয়োজিত পথসভা ও ভোটার সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন জামায়াত নেতারা। বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ঢাকা মহানগর উত্তর শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম আল ফয়সাল এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ড. একরাম উদ্দিন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মিয়া গোলাম পরওয়ার মিকশিমিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা প্রদান করেন এবং নামাজে ইমামতি করেন।